জোটের পক্ষে যে-ই প্রার্থী থাকুক, তার পক্ষে আমরা কাজ করব: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে ৪৭ জন মনোনয়নপত্র জমা দিলেও এটা এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ভুলত্রুটি হওয়াসহ বিভিন্ন চিন্তা মাথায় রেখে বাড়তি কিছু মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে মোট কতজন প্রার্থী হচ্ছেন, তা কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হবে।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাহিদ ইসলাম।
জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১–দলীয় নির্বাচনী জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন সমঝোতার ভিত্তিতে এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। এনসিপি প্রাথমিকভাবে ১২৫ আসনে প্রার্থী মনোনীত করলেও চূড়ান্তভাবে তাদের প্রার্থীর সংখ্যা সেটা থাকছে না।
এ প্রসঙ্গ তুলে এক সাংবাদিক প্রশ্ন করেন, এনসিপির প্রাথমিক মনোনয়ন পাওয়া অনেকে বঞ্চিত হচ্ছেন, তাঁদের বিষয়গুলো দলের পক্ষ থেকে কীভাবে সামলানো হবে।
- ট্যাগ:
- রাজনীতি
- মনোনয়নপত্র
- নাহিদ ইসলাম