আওয়ামী লীগের ভোট পেতে চায় জাতীয় পার্টির দুই অংশই
হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি (জাপা) আবারও ভেঙেছে। জুলাই অভ্যুত্থানের পর নির্বাচনের আগে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে ‘হেভিওয়েট’ নেতাদের নিয়ে গড়ে উঠেছে নতুন জাতীয় পার্টি। এর বাইরে এরশাদের ভাই জি এম কাদের নিয়ন্ত্রণ করছেন জাতীয় পার্টির আরেকটি অংশ। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারছে না। কিন্তু আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টির ভোট করতে বাধা নেই। এ অবস্থায় আগামী নির্বাচনে আনিসুলদের জাতীয় পার্টি এবং জি এম কাদেরের জাতীয় পার্টির কে কাকে ছাড়িয়ে যায়, তা এখন আলোচনায়।
এরশাদ জীবিত থাকতেই জাতীয় পার্টি ভেঙেছে কয়েকবার। তবে প্রতিবারই এরশাদের নেতৃত্বে থাকা অংশ মূল জাতীয় পার্টি হিসেবে দাঁড়িয়েছিল। ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি সংসদের তৃতীয় বৃহত্তম দল ছিল। ২০১৪ সালে নির্বাচনের পর সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসেছিল দলটি। কিন্তু আবার সরকারেও যোগ দিয়েছিল তারা, যা তখন ছিল আলোচিত বিষয়। আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি বিতর্কিত নির্বাচন ‘বৈধতা’ দিতে এরশাদের এই দল রেখেছিল ভূমিকা।