ইউক্রেন ইস্যুতে আলোচনায় অগ্রগতি হয়েছে: ট্রাম্প

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে ফ্লোরিডায় অনুষ্ঠিত আলোচনায় অগ্রগতি হয়েছে। কিন্তু ট্রাম্প এটা স্বীকার করেছেন যে, ভূখণ্ডের ইস্যুতে কিছু ‘অমীমাংসিত’ বিষয় রয়ে গেছে। খবর বিবিসির।


যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন উভয়ই এই আলোচনাকে ‘দুর্দান্ত’ হিসাবে বর্ণনা করলেও ট্রাম্প বলেছেন যে, এক বা দুটি জটিল ইস্যু বিশেষ করে ভূমি ইস্যুতে কিছু ‘অমীমাংসিত’ বিষয় রয়ে গেছে।


এদিকে মার-এ-লাগোতে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রেখে জেলেনস্কি বলেন, তারা ২০-দফা শান্তি পরিকল্পনার ৯০ শতাংশ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন। অন্যদিকে ট্রাম্প বলেছেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে।


জেলেনস্কি পরে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার প্রায় চার বছরের যুদ্ধের অবসানের লক্ষ্যে আরও আলোচনার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় দল আগামী সপ্তাহে সাক্ষাৎ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও