বর্ষসেরা দেম্বেলে, মধ্যপ্রাচ্যের সেরা রোনালদোর ঘোষণা ‘এক হাজার গোল করবই’
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩
২০২৫ সাল স্মরণীয় রাখতে যা পাওয়ার তার সবই পেলেন উসমান দেম্বেলে। পিএসজিকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন করতে অসামান্য অবদান রেখেছেন। তারই স্বীকৃতিতে পেয়েছেন ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরার পুরস্কার। বছর শেষ হওয়ার আগে দুবাইতে গ্লোব সকার অ্যাওয়ার্ডসেও ‘সেরা পুরুষ খেলোয়াড়’ হলেন ফরাসি তারকা। বার্সেলোনা সুপারস্টার লামিনে ইয়ামাল ও আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও জমকালো আয়োজনে পুরস্কৃত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফুটবলের সেরাদের স্বীকৃতি দেওয়ার মঞ্চে আলো কাড়লেন তারকারা। তাদের মাঝে শীর্ষ পুরস্কার গেল দেম্বেলের হাতে। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩৫ বার গোল করে দলকে তিনি এনে দিয়েছেন একাধিক শিরোপা। লিগ ওয়ান ও ফরাসি কাপসহ ৬ ট্রফি জেতা দেম্বেলে কিলিয়ান এমবাপে, রাফিনহা এবং লামিন ইয়ামালকে পেছনে ফেলে সেরা হয়েছেন।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল ম্যাচ
- পিএসজি