নাইজেরিয়ায় মার্কিন বিমান হামলা: সন্ত্রাস দমনের নামে ভুল যুদ্ধ
যুক্তরাষ্ট্র সম্প্রতি নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে কথিত আইএসআইএল বা আইএস লক্ষ্যবস্তুতে যে হামলা চালিয়েছে, ওয়াশিংটনে তা একটি দৃঢ় সন্ত্রাসবিরোধী পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমর্থকদের কাছে এ নজিরবিহীন অভিযান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে। একই সঙ্গে ট্রাম্প যে নাইজেরিয়ায় একটি কথিত ‘খ্রিষ্টান গণহত্যা’ চলছে বলে দাবি করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টাও এতে দেখা যাচ্ছে।
কিন্তু এ সামরিক তৎপরতার আড়ালে রয়েছে এক কঠিন বাস্তবতা। এ ধরনের বোমা হামলা নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাবে না বা সংঘাতপীড়িত দেশটিকে স্থিতিশীল করতেও সহায়তা করবে না; বরং এসব হামলা সংঘাতের প্রকৃত রূপকে ভুলভাবে উপস্থাপন করার ঝুঁকি তৈরি করছে এবং সহিংসতার পেছনে থাকা গভীর কাঠামোগত সংকট থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে।
- ট্যাগ:
- মতামত
- বিমান হামলা