বইয়ের বিষয়বস্তু কঠিন লাগলে এআইকে বলুন, বুঝিয়ে দেবে সহজেই
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন আমাদের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সারাক্ষণ কোনো না কোনো কাজে ব্যবহার করছেন এআই। কখনো লেখালেখি, তথ্য খোঁজা, আইডিয়া তৈরি কিংবা দৈনন্দিন কাজের সমাধানে এআই ব্যবহার করছেন।
তাই তো এআই চ্যাটবটগুলো নতুন নতুন ফিচার নিয়ে আসছে ব্যবহারকারীদের জন্য। যা আপনার জীবনটা আর সহজ করে দেবে। যারা বই পড়তে পছন্দ করেন তাদের অনেক সময় এমন হয় যে কিছু বইয়ের বিষয়বস্তু কঠিন মনে হয়। বিশেষ করে শিক্ষার্থী যারা তাদের এই সমস্যায় বেশি পড়তে হয়। তাদের জন্য অ্যামাজন কিন্ডলের ‘আস্ক দিস বুক’ ফিচার হতে পারে মুশকিল আসান।
অ্যামাজন তার কিন্ডল অ্যাপে একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার চালু করেছে। ‘আস্ক দিস বুক’ নামের এই ফিচারটি পাঠকদের বই সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এটির বিশেষত্ব হলো, গল্পের মজা নষ্ট না করে (স্পয়লার-মুক্ত) উত্তর দেয়।
অ্যাপের ইন-বুক মেনুতেই মিলবে এই অপশন। এর মাধ্যমে বইয়ের সঙ্গে সরাসরি কথা বলা যাবে। চ্যাটের মতো করে প্রশ্ন করা যাবে বইয়ের নির্দিষ্ট অংশ নিয়ে। কোনো অধ্যায় বা অনুচ্ছেদ কপি করে তার সহজ সারাংশও জানতে চাইতে পারবেন ইউজার।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন ফিচার
- বই পড়া
- চ্যাটবট