ইউক্রেন শান্তি না চাইলে বল প্রয়োগে রাশিয়া লক্ষ্য অর্জন করবে: পুতিন

যুগান্তর প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:২১

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শান্তির জন্য ইউক্রেনের কোনো তাড়া নেই।  আর তারা যদি শান্তিপূর্ণভাবে তাদের সংঘাতের মিমাংসা করতে না চায়, মস্কো বল প্রয়োগের মাধ্যমে তার সকল লক্ষ্য অর্জন করবে।


পুতিনের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য  জানিয়েছে।


এর আগে রাশিয়া ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যখন কিয়েভ শান্তি চাইছে, তখন রাশিয়া তার যুদ্ধ অব্যাহত রাখার ইচ্ছা প্রদর্শন করছে।


শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। তাদের এ আলোচনার আগে পুতিন এসব মন্তব্য করলেন।


পুতিনের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হোয়াইট হাউজকে অনুরোধ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও