নির্বাচনি ব্যয়: কোন আসনে কত খরচ প্রার্থীদের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৮

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীরা ২৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন, তবে আড়াই লাখের বেশি হলে জনপ্রতি ১০ টাকা হারে ব্যয়ের সুযোগ রয়েছে।


এবার আড়াই লাখের নিচে ভোটার রয়েছে তিনটি আসনে; যেগুলোয় ২৫ লাখের বেশি অর্থ খরচ করার সুযোগ নেই।


বাকি ২৯৭ আসনের প্রার্থীরা ২৫ লাখ টাকার বেশি খরচ করতে পারবেন। এর মধ্যে সর্বোচ্চ অর্থ খরচের সুযোগ রয়েছে গাজীপুর-২ আসনের প্রার্থীদের। তারা সর্বোচ্চ ৮০ লাখ ৪৩ হাজার ৩৩০ টাকা পর্যন্ত ব্যয়ের সুযোগ পাচ্ছেন।


৩০০ সংসদীয় আসনে এবার ভোটার রয়েছে ১২ কোটি ৭৭ লাখের বেশি।


তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র সংগ্রহ থেকে ভোট পর্যন্ত প্রার্থীদের যাবতীয় ব্যয়ের বিবরণী জমা দিতে হয়। নির্ধারিত ব্যয়সীমার মধ্যে এ খরচ দেখাতে হবে। ভোটে অংশ নেওয়া দলগুলোরও ব্যয়সীমা রয়েছে নির্বাচনি আইনে।


১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হবে; জুলাই জাতীয় সনদের উপরে একই দিন গণভোটও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও