স্কুলে পৌঁছেছে প্রাথমিকের সাড়ে ৮ কোটি বই, অপেক্ষায় শিক্ষার্থীরা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ২১:৪৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবার আগেভাগে পাঠ্যবই ছাপার কাজ শেষ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ছাপানো নতুন বইগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে প্রাথমিকের বই পাঠানোর সব কাজ শেষ। আগামী ১ জানুয়ারি শিক্ষাবর্ষ শুরুর প্রথমদিনে কোমলমতি শিশুশিক্ষার্থীরা নতুন বই হাতে বাড়ি ফিরতে পারবে।


পাঠ্যপুস্তক বোর্ড, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কয়েকটি জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এনসিটিবি সূত্র জানায়, এবার ৩০ নভেম্বরের মধ্যে বই ছাপা শেষে উপজেলা পৌঁছানোর কথা ছিল। তবে তাতে কিছুটা দেরি হলেও সমস্যা হয়নি। গত ১৫ ডিসেম্বরের মধ্যেই সব উপজেলায় শতভাগ বই পাঠিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস স্ব স্ব উপজেলার বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের কাছে চাহিদা অনুযায়ী বই বুঝিয়ে দিয়েছে।


খোঁজ নিয়ে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কত কপি বই লাগবে, সেই চাহিদা এনসিটিবিকে দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরপর চাহিদা অনুযায়ী বই ছাপা ও বিতরণের কাজ দেখভাল করে এনসিটিবির উৎপাদন শাখা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও