২০২৫ সালের সেরা ১০ গান কোনগুলো

প্রথম আলো প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৭

চলতি বছরের সেরা দশ গানের তালিকা তৈরি করছে বিবিসি। এই তালিকায় যেমন জায়গা পেয়েছে লেডি গাগা, ব্যাড বানির মতো প্রতিষ্ঠিত তারকার গান; তেমনই আছে চ্যাপেল রোন, অ্যাডিসন রের মতো তরুণ শিল্পীর সিঙ্গেলও। তবে বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সিঙ্গেলগুলো সমালোচকদের খুব একটা টানেনি। জেনে নেওয়া যাক ২০২৫ সালের সেরা ১০ সিঙ্গেলের গল্প।


১০. ওয়েনসডে, ‘এলডারবেরি ওয়াইন’
মার্কিন অল্টারনেটিভ রক ব্যান্ড ওয়েনসডের ‘ব্লিডস’ অ্যালবামের ‘এলডারবেরি ওয়াইন’ গানটি মুগ্ধ করেছে সমালোচকদের। ব্যান্ডের ভোকালিস্ট কার্লি হার্টসম্যানের কণ্ঠে গানটি এমনিতে শুনতে নিরুত্তাপ মনে হলেও এতে রয়েছে চাপা অস্বস্তি। গানটি শুনলে মনে হয়, গায়িকা যেন অস্বস্তিকর কোনো সত্য বলতে চাইছেন।


৯. কেলানি, ‘ফোল্ডেড’
৩০ বছর বয়সী এই মার্কিন গায়িকা তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। চলতি বছর ‘ফোল্ডেড’ গানটি ছিল তাঁর ক্যারিয়ারের বড় অর্জন; গানটি দিয়ে প্রথমবারের মতো বিলবোর্ড হট হান্ড্রেডের সেরা দশে জায়গা পান। গানটি সম্পর্কের বিচ্ছেদের সময়ের আবেগ আর আকুলতাকে তুলে ধরেছে। অ্যান্ড্রে হ্যারিয়ের সঙ্গে যৌথভাবে গানটি লিখেছেন কেলানি।


৮. অ্যাডিসন রে, ‘হেডফোনস অন’
টিকটক থেকে তারকাখ্যাতি পাওয়া এই মার্কিন গায়িকার নতুন গানটি বছরজুড়েই আলোচনায় ছিল। গত ১৮ এপ্রিল মুক্তি পায় গায়িকার প্রথম অ্যালবাম ‘অ্যাডিসন’-এর সিঙ্গেলটি। মুক্তির পরেই ঢুকে পড়ে বিলবোর্ড হট হান্ড্রেড-এ।


৭. আমারে, ‘এসএমও’
ঘানাইয়ান-আমেরিকান গায়িকার ‘এসএমও’ গানটিও প্রাণবন্ত। এর ছন্দ এমন যে শোনার সঙ্গে সঙ্গে শ্রোতাকে টেনে নেয়। এর সংগীতের মধ্যে আফ্রিকান ও ব্রাজিলিয়ান ছন্দের প্রভাবও রয়েছে। গানটির ‘গিঙ্গা মি’ শব্দবন্ধ দুটি অর্থ বহন করে।


৬. ব্যাড বানি, ‘ব্যালে ইনওলবিদাব্লে’
এই সময়ের আলোচিত পুয়ের্তো রিকান গায়কের গানটি বছরজুড়েই ছিল আলোচনায়। ছন্দময় সালসা গানটি রেকর্ড করা হয়েছে পুয়ের্তো রিকোর এস্কুয়েলা লিব্রে দে লা মিউজিকার শিক্ষার্থী সঙ্গে লাইভ পারফরম্যান্সে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও