শখের বসে খোলা জিমেইল অ্যাড্রেস বদলে নেওয়ার সুবিধা দিল গুগল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৭

স্কুল জীবনে অনেকে শখের বশে বা না বুঝে অদ্ভুত সব নাম দিয়ে ইমেইল অ্যাকাউন্ট খুলেছিলেন। এখনও যারা সেইসব বিব্রতকর ইমেইল অ্যাড্রেস ব্যবহার করছেন তাদের জন্য বড়দিনের এক দারুণ উপহার নিয়ে এল গুগল।


‘হেল্প পেইজ’-এর এক আপডেটে মার্কিন সার্চ জায়ান্টটি বলেছে, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পরিবর্তনের মাধ্যমে এখন নিজেদের পুরানো জিমেইল অ্যাড্রেসটি বদলে নতুন অ্যাড্রেস দিতে পারবেন ব্যবহারকারীরা। এতে তাদের আগের সব ডেটা ও পরিষেবা আগের মতোই থাকবে।


তবে ইমেইল অ্যাড্রেস পরিবর্তনের এ নতুন নির্দেশিকাটি আপাতত কেবল গুগলের সাপোর্ট পেইজের হিন্দি সংস্করণে দেখা যাচ্ছে। ফলে এ সুবিধাটি প্রথমে ভারত বা হিন্দিভাষী বাজারে চালু হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।


গুগল বলেছে, এ ফিচারটি পর্যায়ক্রমে সকল ব্যবহারকারীর জন্য চালু হবে। ফলে শিগগিরই বিশ্বজুড়ে সবার জন্য পাওয়া যাবে এই সুবিধা। তবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে।


গুগলের ইংরেজি ভাষার পেইজটিতে এখনও আগের নির্দেশনাই রয়েছে, যেখানে বলা হয়েছে, বিভিন্ন জিমেইল অ্যাড্রেস ‘সাধারণত পরিবর্তন করা যায় না’।


কোন কোন অঞ্চলে ফিচারটি প্রথম চালু হবে– সিএনবিসির এ প্রশ্নের কোনো জবাব দেয়নি গুগল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও