পশ্চিমবঙ্গে বাংলাদেশ বয়কটের ডাক
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গে বিক্ষোভ অব্যাহত। কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসে বিক্ষোভের পর এবার বাংলাদেশ বয়কটের ডাক দিলো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহারসহ বেশ কয়েকটি জেলা।
শিলিগুড়ি হোটেল মালিকদের সংগঠন গ্রেটার শিলিগুড়ি হোটেল ইয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছে এখন থেকে বয়কট বাংলাদেশে। বাংলাদেশের কোন পর্যটককে শিলিগুড়ির কোনো হোটেলে আবাসন দেওয়া হবে না। কিন্তু শুধু মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসায় যারা এখানে আসে তাদেরকে আবাসন ভাড়া দেওয়ার কথা বলেছিল সংগঠনটি।
গ্রেটার শিলিগুড়ি হোটেল ইয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে, যেহেতু ভারত সরকার বাংলাদেশে সমস্ত ভিসা আবেদন কেন্দ্রগুলো আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, তাই পুরোনো ভিসায় যারা এখনও ভারতে রয়েছেন বা নতুন করে আসছেন তাদের শিলিগুড়ি হোটেল গুলিতে থাকার ওপর কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে মালদাহ, কোচবিহারে, জলপাইগুড়িতে একই পদক্ষেপ নেয়।
এছাড়াও শিলিগুড়ি, মালদাহ, কোচবিহার, জলপাইগুড়িসহ বেশ কিছু জায়গায় পেট্রোল পাম্পে, বিভিন্ন দোকানে বাংলাদেশ বয়কটের পোস্টার লাগানো হয়েছে। অনেক যানবাহন চালক তাদের গাড়িতে বাংলাদেশ বয়কটের স্টিকার লাগিয়ে বাংলাদেশি নাগরিকদের সেবা দিতে অস্বীকার করছেন।