You have reached your daily news limit

Please log in to continue


টুথপিকে তৈরি হলো ১৭ ফুট উঁচু ‘আইফেল টাওয়ার’

ফ্রান্সের প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার স্থাপত্যটি বছরের পর বছর ধরে পর্যটকদের মুগ্ধ করে আসছে। এ স্থাপত্য দেখতে প্রতিবছরই পর্যটকেরা সেখানে ভিড় করেন। এবার কল্পনা করুন তো, সেই আইফেল টাওয়ারের অনুকরণে শুধু টুথপিক দিয়ে যদি ১৭ দশমিক ৩২ ফুট উঁচু শিল্পকর্ম তৈরি করা হয়, তাহলে কেমন হবে?

কথাটি অবিশ্বাস্য শোনালেও এমনই একটি শিল্পকর্ম তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এক মার্কিন কিশোর। শুধু টুথপিক ব্যবহার করে ‘আইফেল টাওয়ার’–এর মতো দেখতে একটি শিল্পকর্ম বানিয়েছে সে। এর মধ্য দিয়ে এরিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছে।

১৫ বছর বয়সী ওই কিশোরের নাম এরিক ক্লাবেল। সে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বাসিন্দা।

একেবারে ছোটবেলা থেকেই নির্মাণশৈলীর প্রতি ঝোঁক এরিকের। সিভিল ইঞ্জিনিয়ার বাবাকে দেখে দেখে কাজের অনুপ্রেরণা পায় সে।

ডব্লিউজিএন টিভিকে দেওয়াকে সাক্ষাৎকারে এরিক বলে, ‘ছোটবেলায় আমি পপসিকেল স্টিক দিয়ে বিভিন্ন জিনিস বানাতে খুবই আগ্রহ বোধ করতাম।’

২০২১ সালে মাত্র ১২ বছর বয়সে এরিক পপসিকল স্টিক দিয়ে ২০ দশমিক ২ ফুট উঁচু একটি টাওয়ার বানিয়ে প্রথম গিনেস রেকর্ডে নাম লিখিয়েছিল। যদিও সেই রেকর্ড পরবর্তীকালে অন্যের দখলে চলে গেছে। তবে এরিক দমে যাওয়ার মানুষ নয়। টুথপিক দিয়ে তৈরি বিশ্বের সর্বোচ্চ মডেল টাওয়ার তৈরির জন্য এবার সে দ্বিতীয়বারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন