খাদ্য আঁশ ক্যানসার প্রতিরোধ করে

যুগান্তর প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৮

খাদ্য আঁশ বা Dietary fibre-এর অনেক গুণ। খাদ্যের আঁশ দেহে ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে দেয়, পাকস্থলীতে বেশিক্ষণ ধরে থাকে। কোলেস্টেরল ও ট্রাইগ্লাইসেরাইডের মাত্রা কমায়, ওজন ও রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এটি কোলন ক্যানসার প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। যেসব দেশে খাবারে আঁশ গ্রহণের প্রচলন রয়েছে সেখানে কোলন ক্যানসারের হার খুব কম। যেসব দেশে জান্তব প্রোটিন খাওয়ার চল বেশি, সেখানে কোলন ক্যানসারের হারও বেশি। ১৯৭০ সালে ব্রিটিশ চিকিৎসক ডেনিস বারফিট লক্ষ করে দেখেছেন যে, উচ্চ আঁশযুক্ত খাবার হজম ক্রিয়ার ওপর কাজ করে অসুস্থতার মাত্রা কমিয়ে দেয়।


আমাদের শরীর আঁশ হজম করতে পারে না। এ কারণে দ্রুত এটা অন্ত্রের মাধ্যমে শরীরের বাইরে বের হয়ে যায়। সেই সঙ্গে ক্যানসারের উৎসকেও বের করে দেয়। এ ছাড়া খাবারের আঁশ হজম ক্রিয়ায় পানি শোষণ করে। এদিকে চর্বি হজম হওয়ার জন্য অন্ত্রে পিত্তি রস ক্ষরিত হয়। আবার অন্ত্রে থাকা ব্যাকটেরিয়া এ অ্যাসিডকে ক্ষতিকর রাসায়নিকে পরিণত করতে পারে, যা ক্যানসারকে বাড়িয়ে দেয়। তবে খাবারের আঁশ এসব ক্ষতিকর অ্যাসিডের সঙ্গে মিশে খুব তাড়াতাড়ি অন্ত্র থেকে বের করে দেয়। আঁশযুক্ত খাবার কোলন ছাড়াও অন্যান্য অনেক রকমের ক্যানসার থেকে বাঁচায়। পরীক্ষায় দেখা গেছে উচ্চ আঁশ ইস্ট্রোজেনের মাত্রার ওপর প্রভাব ফেলে। ইস্ট্রোজেন সাধারণত পাকস্থলীতে ক্ষরিত হয়। যদি আঁশযুক্ত খাবার না খাওয়া হয়, তাহলে অন্ত্র ইস্ট্রোজেন শুষে নেয়। ফলে রক্তে অতিমাত্রায় ইস্ট্রোজেন জমা হলে ব্রেস্ট ক্যানসারের আশঙ্কা বেড়ে যায়।


দানা শস্য, শিম, বরবটি, ডাল, মটর, মটরশুঁটি, ফল, ভুসিযুক্ত আটা, লাল চাল, সয়াবিন, টমেটো, তরমুজ, গাজর, সবজিতে প্রচুর আঁশ আছে। সুতরাং স্বাভাবিক প্রক্রিয়ায় এগুলো খেলে সহজেই আঁশ পাওয়া যাবে। গাঢ় সবুজ ও হলুদ সবজিতে থাকে ক্যারোটিনয়েড। এটি ফুসফুস ক্যানসার, মূত্রথলি ও মুখগহ্বর, ল্যারিংস ইসোফেগাস ও ব্রেস্ট ক্যানসার থেকে বাঁচায়। এ ছাড়া বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, শালগম, ওলকপিতে শুধু যে চর্বি কম আছে তা নয়, এগুলোতে ক্যানসার প্রতিরোধকারী উপাদান বিদ্যমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও