ভারতে বাস-ট্রাক সংঘর্ষে আগুন, নিহত ১০
যুগান্তর
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৩:২৮
ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় একটি স্লিপার বাস ও ট্রাকের সংঘর্ষে আগুন লেগে কমপক্ষে ১০ জন যাত্রী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে জাতীয় মহাসড়ক–৪৮ (এনএইচ–৪৮)-এ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগ্গা যাওয়ার পথে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ডিভাইডার টপকে এসে সজোরে ধাক্কা দেয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি বাসের জ্বালানি ট্যাংকের কাছে আঘাত হানলে ডিজেল ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। কয়েকজন যাত্রী কোনোভাবে আগুন থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকিরা ভেতরেই আটকা পড়েন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বাস-ট্রাক সংঘর্ষ