অ্যাপলকে টেক্কা দিতে স্যামসাংয়ের নতুন চমক ‘ওয়াইড ফোল্ড’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:২১

অ্যাপলের বহু প্রতীক্ষিত ভাঁজ করা বা ‘ফোল্ডএবল’ আইফোন আগামী বছর বাজারে আসছে। তবে বাজারে আসার আগেই স্যামসাংয়ের কাছে বড় প্রতিযোগিতার মুখে পড়েছে আইফোনটি। অ্যাপলের এ ফোনের সঙ্গে টেক্কা দিতে স্যামসাং আনছে ‘ওয়াইড ফোল্ড’।


কোরিয়ার ইটি নিউজ প্রতিবেদনে লিখেছে, এ ফোনটিও ২০২৬ সালে বাজারে আনবে দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি। ফোনটির স্ক্রিনের আকার ও অনুপাতের রেশিও চার বাই তিন হতে পারে, যা অনেকটা অ্যাপলের প্রথম ফোল্ডএবল ফোনের মতো।


স্যামসাংয়ের এ ‘ওয়াইড ফোল্ড’ ফোনে ওলেড ডিসপ্লে থাকতে পারে, যা ভাঁজ করা অবস্থায় পাঁচ দশমিক চার ইঞ্চি ও পুরোপুরি খুললে সাত দশমিক ছয় ইঞ্চি হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও