নির্বাসনের অবসান, শুরু কি নতুন রাজনীতিতে?

বিডি নিউজ ২৪ চিররঞ্জন সরকার প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৮

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমান দেশে ফিরলেন। তার দেশে ফেরার খবরটি কয়েক দিন ধরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে।


দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বপরিবারে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছালেন। সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন। লন্ডনের হিথ্ররো বিমানবন্দর থেকে বুধবার রাত সোয়া ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনের নিয়মিত ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকার পথে রওনা হয়ে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি যাচ্ছেন সংবর্ধনাস্থলে।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত আলোচিত একটি ঘটনা। কারণ সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক থেকে নাজুকতর হয়েছে। সরকারের কার্যকর উপস্থিতি অনেক ক্ষেত্রে খুঁজে পাওয়া দুষ্কর। এরই মধ্যে এক ধরনের উগ্র ও প্রতিক্রিয়াশীল রাজনীতি ক্রমে শক্তিশালী হয়ে উঠছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও