বাংলাদেশ গড়তে 'ঐক্যবদ্ধভাবে কাজ করব': তারেককে স্বাগত জানিয়ে সারজিস
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে 'ঐক্যবদ্ধভাবে' কাজ করে যাওয়ার প্রত্যাশা তুলে ধরেছেন।
বৃহস্পতিবার সকালে এক ফেইসবুক পোস্টে তিনি এ প্রত্যাশার কথা বলেন।
দেড় যুগ ধরে যুক্তরাজ্যে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন দুপুরে। তাকে ঢাকার তিনশ ফিট সড়কে তাকে সংবর্ধনা দেওয়া হবে।
সারজিস বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা ২৪ এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।
"পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী লড়াই থেকে শুরু করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, এটাই প্রত্যাশা। স্বাগতম।"