ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমার ট্রেলার আসবে আর তা নিয়ে হইচই হবে, তা কী হয়! আর সেই সিনেমা যদি হয় ‘দ্য ওডিসি’ তাহলে তো কথাই নেই। গতকাল রাতে এসছে অস্কারজয়ী এই ব্রিটিশ নির্মাতার নতুন সিনেমার ট্রেলার। মুক্তির পর থেকেই ১ মিনিট ৫৪ সেকেন্ডের ট্রেলারটি নিয়ে বিশ্বজুড়ে চলছে মাতামাতি। জাহাজডুবি, দানবের সঙ্গে লড়াই আর সেনাদের ঘরে ফেরানোর লড়াই মিলিয়ে ট্রেলারে আর কী দেখা গেল?
‘দ্য ওডিসি’ সম্পর্কে
গতকাল রাতে হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত ছবি ‘দ্য ওডিসি’র প্রথম টিজার প্রকাশ করেছে ইউনিভার্সাল।
এই ছবির কেন্দ্রীয় চরিত্র গ্রিক বীর ওডিসিউস, যাঁর ভূমিকায় অভিনয় করছেন ম্যাট ডেমন। ট্রয় যুদ্ধের পর দীর্ঘ ও বন্ধুর পথে নিজের দেশে ফেরার সংগ্রামই ছবির মূল কাহিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউনিভার্সাল প্রথমবারের মতো ডেমনের চরিত্রের লুক প্রকাশ করেছিল।