দাদির কোলে ছবি দিয়ে জাইমার দেশে ফেরার বার্তা, রাজনীতিতে আসার ইংগিত
দাদি খালেদা জিয়ার কোলে ছবি দিয়ে নিজের শৈশবের স্মৃতি এবং প্রত্যাশা নিয়ে আবেগময় বার্তা দিয়েছেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, দিয়েছেন রাজনীতিতে ভূমিকা রাখার ইংগিত।
একদিন পর বাবা-মায়ের সঙ্গে দেশে ফিরেছেন জাইমা। ২০০৮ সালের সেপ্টেম্বরে বাবা তারেক রহমান এবং মা জুবাইদা রহমানের সঙ্গে যখন দেশ ছেড়েছিলেন, তখন তিনি শিশু।
মঙ্গলবার এক ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, “দেশে ফিরে ইনশাআল্লাহ, আমি দাদুর পাশে থাকতে চাই। এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই।”
শৈশব স্মৃতি স্মরণ করে জাইমা লিখেছেন, “আমার বয়স তখন এগারো। আমাদের স্কুলের ফুটবল টিম একটা টুর্নামেন্ট জিতেছিল, আর আমি মেডেল পেয়েছিলাম। আম্মু আমাকে সরাসরি দাদুর (খালেদা জিয়া) অফিসে নিয়ে গিয়েছিলেন, আমি যেন নিজেই দাদুকে আমার বিজয়ের গল্পটা বলতে পারি; তাকে আমার বিজয়ের মেডেলটা দেখাতে পারি।
“আমি খুব উচ্ছ্বসিত হয়ে গোলকিপার হিসেবে কী-কী করেছি, সেটা বলছিলাম; আর স্পষ্ট টের পাচ্ছিলাম, দাদু প্রচণ্ড মনোযোগ নিয়ে আমাকে শুনছেন। তিনি এতটাই গর্বিত হয়েছিলেন যে, পরে সেই গল্পটা তিনি অন্যদের কাছেও বলতেন।”
- ট্যাগ:
- রাজনীতি
- স্মৃতিচারণা
- জাইমা রহমান