শীতে ত্বক ভালো রাখবে এই দুই উপকরণ

প্রথম আলো প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৮

আর্দ্রতা চাই বছরজুড়ে


শীত মৌসুমে তো বটেই, সারা বছরই ত্বকের চাই আর্দ্রতা। অ্যালোভেরার নির্যাস ত্বককে গভীরভাবে আর্দ্র করে। এর সুবিধা হলো, আর্দ্রতা দিলেও এতে কোনো তেলতেলে ভাব হয় না। ত্বক দেখায় প্রাণবন্ত অস্বস্তিকর তেলতেলে অনুভূতি ছাড়া। আর দীর্ঘ সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে কোকোয়া বাটার। উপাদানটি রুক্ষ ও শুষ্ক ত্বককে নরম, কোমল ও মসৃণ করে তুলতে সহায়তা করে। ফেটে যাওয়া ত্বককে সজীব রাখতে সহায়তা করে কোকোয়া বাটার।


ভাবনা যখন বয়সের ছাপ


ত্বককে আর্দ্র রাখতে পারলে কোঁচকানো ভাব কম হয়। ফলে বয়সের চেয়ে বয়স্ক দেখানোর ঝুঁকি কমে। রেড বিউটি স্যালনের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ‘অ্যালোভেরার একটি চমৎকার গুণ হলো, এটি ত্বকের ভেতরের প্রদাহ কমায়। অন্যদিকে কোকোয়া বাটার ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রাখতে সাহায্য করে। তাই ত্বকের বয়সজনিত সমস্যাগুলো কম হয়। ত্বক ঝুলে পড়ার প্রবণতা কমে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও