লিপগ্লস না লিপবাম, শীতকালে বেছে নেবেন কোনটি

প্রথম আলো প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৭

লিপগ্লস, না লিপবাম?


হারমনি স্পা অ্যান্ড বিউটি স্যালনের স্বত্বাধিকারী এবং রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা জানালেন, লিপগ্লস মূলত ঠোঁটকে উজ্জ্বল ও আকর্ষণীয় দেখানোর জন্য ব্যবহৃত একটি প্রসাধনী, যা সাধারণত লিপস্টিকের ওপর একধরনের গ্লসি ফিনিশ আনতে ব্যবহার করা হয়। এটি যেহেতু একটি প্রসাধনসামগ্রী তাই তাৎক্ষণিকভাবে ঠোঁটকে সুন্দর করে তুললেও এর বেশির ভাগই রাসায়নিক উপাদানে তৈরি। তাই লিপগ্লস ঠোঁটের ভেতরের আর্দ্রতা ধরে রাখতে পারে না। ত্বকের জন্য এই আর্দ্রতাই কিন্তু শীতকালে প্রয়োজনীয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও