‘শঙ্কা নিয়েই’ ১১৯ আসনে প্রার্থী ঘোষণা করল এনডিএফ
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘চর দখলের মত’ পরিস্থিতির শঙ্কা নিয়েই ১১৯ আসনে প্রার্থী ঘোষণা করছে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপি এবং আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের নেতৃত্বে গড়া ২০ দলের জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ।
মঙ্গলবার দুপুরে ঢাকার বনানীর হোটেল শেরাটনে এনডিএফের এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়।
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সংবাদ সম্মেলনে বলেন, "প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে তিনি সেই উদাহরণ রাখতে পারতেন, আমার দেশের মানুষের প্রত্যাশা ছিল একজন নোবেল বিজয়ী মানুষ তিনি আমাদেরকেও জয় করবেন এবং তিনি রাজনীতিতে কখনো এভাবে ছিলেন না, (আশা ছিল তিনি) সকল মানুষের মাঝে থাকবেন।
"কিন্তু এই গত কয়েক মাস ধরে যা দেখছি, তিনি পিছনের শক্তি প্রয়োগ করে কিছু কিছু লোককে কিছু কিছু দলকে যেভাবে সাহায্য করছেন, তাতে তো লেভেল ফিলিং ফিল্ড এখনো হল না।”
তিনি বলেন, “আমরা আশা করছিলাম যে তিনি একটা ভালো নির্বাচন দেবেন। দিতে পারবেন। এরপরে তিনি যখন চলে যাবেন, আমরা সবাই তাকে শ্রদ্ধার সাথে মনে রাখব। আমি এই ব্যাপারে এখন সন্ধিহন, যে তিনি পারবেন কিনা।
“এ ব্যাপারে এখনো বলা কঠিন। একটা কঠিন পরীক্ষা আছে। তারেক রহমান আসছেন, কী পরিবেশ হবে, এটা কি চর দখলের মত নির্বাচন হবে? না নিরপক্ষ হবে? দেশে বিদেশে সমাদৃত হবে? এমন একটি নির্বাচন হবে কিনা সেই সংশয় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে এখন আছে।”