বিপ্লবী হাদির আত্মদান বৃথা যেতে পারে না
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, বৈষম্যবিরোধী আন্দোলনের অগ্রপথিক, ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্যপ্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঘাতকের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৩২ বছর। এ অল্প বয়সেই অমায়িক আচরণ ও নিজস্ব নেতৃত্বগুণে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছিলেন।
এর আগে ১২ ডিসেম্বর দুপুরে ওসমান হাদি রাজধানীর পুরানা পল্টন এলাকায় পরাজিত স্বৈরাচারী সরকারের দোসরদের আক্রমণের শিকার হয়েছিলেন। তাকে লক্ষ্য করে গুলি চালানো হলে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা করার পর তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হলে উন্নততর চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থাতে তিনি দেশবাসীকে কাঁদিয়ে পরপারে চলে যান।
- ট্যাগ:
- মতামত
- বৈষম্যবিরোধী আন্দোলন