সার্বভৌমত্বের ওপর আঘাত এলে মৃত্যু পর্যন্ত লড়ব
(জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবিদ্ধ হন। দীর্ঘ প্রায় ১ সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অকুতোভয় এ মানুষটি সার্বভৌমত্বের প্রতি ছিলেন অবিচল। তার একটি সাক্ষাৎকার থেকে নির্বাচিত অংশ যুগান্তরের পাঠকদের জন্য তুলে ধরা হলো।)
ভারতের সহায়তায় বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, এটি একটি সত্য। আমি যদি আপনার কাছে এটি উল্লেখ নাও করি, তবুও এটি যে ঘটেনি, এমন নয়। এটি ঘটেছে। কিন্তু পরবর্তী পদক্ষেপ কী হবে? পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব।
- ট্যাগ:
- মতামত
- গণ-অভ্যুত্থান