কৌতুক হয়ে ওঠা সেই মন্তব্যের জন্য খেদ নেই ব্রডের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:১৮
স্টুয়ার্ট ব্রডের সেই মন্তব্যটি এখন হয়ে উঠেছে কৌতুক, মজা, হাস্যরসের উপাকরণ। খোঁচা ও সমালোচনায় বিদ্ধ করা হচ্ছে তাকে। তবে স্টুয়ার্ট ব্রড এখন আগের অবস্থানেই আছেন। ইংল্যান্ডের পেস বোলিং গ্রেট অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দেওয়া পাশাপাশি বললেন, ইংলিশরা সামর্থ্যের স্রেফ ২০ শতাংশ খেলতে পেরেছে বলেই সিরিজের এখন এই চিত্র।
ব্রড ও জশ বাটলার মিলে বিবিসির ‘ফর দা লাভ অব ক্রিকেট’ পডকাস্ট করে থাকেন। এটিরই একটি পর্বে গত অক্টোবরে ব্রড বলেছিলেন, “২০১০ সালে (২০১০-১১) যখন ইংল্যান্ড জিতেছিল, এরপর সবচেয়ে বাজে অস্ট্রেলিয়া তল সম্ভবত এবারেরটিই এবং ২০১০ অ্যাশেজে জয়ের পর ইংল্যান্ডের সবচেয়ে সেরা দল এটি।”