ফেসবুকে আয় কমছে কেন?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ২২:০০

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক শুধু বিনোদন বা অবসর কাটানোর মাধ্যম নয়, বরং আয়ের অনেক বড় মাধ্যম। তবে আগে মতো এখন ফেসবুক থেকে লাখ লাখ টাকা আয় করা যায় না। অনেক ক্রিয়েটরের মতে ফেসবুকে আয় কমেছে, বিশেষ করে রিলস ও ভিডিও মনিটাইজেশনের ক্ষেত্রে।


কারণ মেটা এখন কনটেন্ট মনিটাইজেশনের পদ্ধতি পরিবর্তন করেছে এবং স্প্যামি কনটেন্টের বিরুদ্ধে কঠোর হচ্ছে, ফলে পুরোনো ইন-স্ট্রিম অ্যাডস ও বোনাস প্রোগ্রামগুলো নতুন ‘কন্টেন্ট মনিটাইজেশন’ ব্যবস্থার অধীনে আসছে, যেখানে আয় কমে গেছে বলে অনেকেই অভিযোগ করছেন।


আসুন জেনে নেওয়া যাক ফেসবুক থেকে আয় কমে যাওয়ার কারণ-


নতুন মনিটাইজেশন পদ্ধতি
ফেসবুক এখন সব ভিডিওকে স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে গণ্য করছে এবং ইন-স্ট্রিম অ্যাডস, রিলস বোনাস ইত্যাদি আলাদা পদ্ধতিগুলো ‘কন্টেন্ট মনিটাইজেশন’ নামক একটি একক সিস্টেমের আওতায় নিয়ে এসেছে, যা আয় কমিয়ে দিয়েছে।


বোনাস ফান্ডের সমাপ্তি
রিলস মনিটাইজেশনের জন্য যে ১ বিলিয়ন ডলার বোনাস ফান্ড ছিল, তা প্রায় শেষ হয়ে যাওয়ায় আয়ের উৎস কমে গেছে, এখন মূলত বিজ্ঞাপনের শেয়ারের ওপর নির্ভর করতে হচ্ছে।


স্প্যাম ও কপিরাইট
অন্যের কনটেন্ট কপি করে বা স্প্যামি ভিডিও আপলোড করলে মনিটাইজেশন প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হচ্ছে এবং কনটেন্টের রিচও কমানো হচ্ছে, যা আয়ে প্রভাব ফেলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও