অটোরিকশা আটক: চট্টগ্রামে ‘চালকদের হামলায়’ ২ পুলিশ আহত

বিডি নিউজ ২৪ চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ২০:২৪

চট্টগ্রামে ‘অবৈধ’ সিএনজি অটোরিকশা আটকানোকে কেন্দ্র করে চালকদের হামলায় নিজেদের দুই সদস্যের আহত হওয়ার তথ্য দিয়েছে ট্রাফিক পুলিশ।


রোববার শাহ আমানত সেতুর পাশে মইজ্জ্যার টেক এলাকায় এ ঘটনা ঘটে।


আহত দুজন হলেন- সার্জেন্ট মো. ইমতিয়াজ ও কনস্টেবল মো. কাউসার।


একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, একটি সিএনজি অটো রিকশা ধরাকে কেন্দ্র করে স্থানীয় চালকরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। এসময় তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশ সদস্যদের।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন ট্রাফিক সদস্য চালকের পাশে বসে অটো রিকশা নিয়ে যাওয়ার সময় লাঠিসোটা নিয়ে কিছু মানুষ তাদের ধাওয়া করে। শাহ আমানত সেতু সড়কে অটো রিকশাটি আটকে ট্রাফিক পুলিশ সদস্যকে টানা হ্যাঁচড়া করতে দেখা যায়।


নগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগের উপ-কমিশনার কবির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নম্বর ও কাগজপত্র বিহীন যেসব সিএনজি অটোরিকশা চলাচল করে, সেগুলো আটক করতে গেলে চালকরা ঝামেলা সৃষ্টি করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও