ছাত্রদল ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে : রাকিবুল ইসলাম রাকিব

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ২০:২৩

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এর সহযোগী সংগঠন হিসেবে ছাত্রদল গণতান্ত্রিক মানসিকতা পোষণ করে বিধায় কোনো মব কালচার সরাসরি প্রতিহত করেনি। কারণ আমরা যদি প্রতিহত করি অনেক ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না।


তিনি আরও বলেন, আমরা যদি তাদের মতো নিজ হাতে মব কালচার প্রতিহত করতাম, একটি ক্যাম্পাসও স্থিতিশীল থাকত না। আমরা সেজন্য ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছি।


রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের দীপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যাকাণ্ডসহ দেশব্যাপী মব সন্ত্রাসের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি।


এসময় রাকিব অভিযোগ করেন, গত দেড় বছরের বেশি সময় ধরে ছাত্রসমাজের কাছে আমাদের অপদস্থ করা হয়েছে মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে। এর মাধ্যমে সব ছাত্র সংসদে তাদেরকে বায়াসড করা হয়েছে। এখনো সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী ও বিদেশে অবস্থানরত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও