হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তিন শ আসনের প্রার্থীরাও জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন: গোলাম পরওয়ার
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তিন শ আসনের প্রার্থীরাও তাঁদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে গোলাম পরওয়ার এ মন্তব্য করেন। ওসমান হাদির জন্য এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলি করে দুর্বৃত্তরা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান। গতকাল শনিবার তাঁর জানাজা ও দাফন হয়।
দোয়া মাহফিলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন প্রার্থীকে গুলিবিদ্ধ করার অর্থ হলো, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা একটা প্যাকেজ প্রোগ্রাম। আরও সিরিয়াল হয়তো করা হয়েছে।
ওসমান হাদির পর জুলাই যোদ্ধাদের কে কে টার্গেটে আছেন, তা নিয়ে জাতি উদ্বিগ্ন বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, টেলিভিশনের টক শোতে একশ্রেণির সাংবাদিক, কুশীলবেরা বলছেন। কবি-সাহিত্যিকেরা লিখছেন। তাঁদের ভাবখানা এমন, আওয়ামী লীগ নির্বাচনে না এলে যেন কোনো নির্বাচন হবে না। এই ন্যারেটিভ তৈরি করে আধিপত্যবাদবিরোধী শক্তিকে গানপয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে। ওসমান হাদির পরে জুলাই যোদ্ধাদের কে কে টার্গেটে আছেন, তা নিয়ে জাতি উদ্বিগ্ন। তিন শ আসনের প্রার্থীরাও তাঁদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সরকার যেন এ বিষয়ে ত্বরিত পদক্ষেপ নেয়।