পিডিবির মাথায় রেকর্ড লোকসান, এক বছরে বেড়ে দ্বিগুণ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৩

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ২০২৪–২৫ অর্থবছরে লোকসানের নতুন রেকর্ড গড়েছে, আগের অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে লোকসান পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে।


দেশের বিদ্যুৎ খাতের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত এ সংস্থার প্রকাশিত তথ্যে দেখা যায়, সদ্যসমাপ্ত অর্থবছরে পিডিবির লোকসান হয়েছে ১৭ হাজার কোটি টাকার বেশি, যা ২০২৩–২৪ অর্থবছরে ৮ হাজার ৭৬৪ কোটি টাকা ছিল। অর্থাৎ এক বছরে লোকসান বেড়েছে ৮ হাজার ২৫৭ কোটি টাকা, বা প্রায় ৯৪ শতাংশ।


পিডিবির অডিটর প্রতিবেদনে লোকসানের এই চিত্র উঠে এসেছে, যা অন্তর্বর্তী সরকারের ভর্তুকি ব্যয়ের ওপরও বড় ধরনের চাপ তৈরি করেছে। বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি ২০২৪–২৫ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬৩৭ কোটি টাকায়, আগের বছর যা ৩৮ হাজার ২৯০ কোটি টাকা ছিল।



বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ভুগছে। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা, অদক্ষ বিদ্যুৎ ব্যবহার, উচ্চ উৎপাদন ব্যয় এবং আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা—এই সবকিছু মিলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।


জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এসব সমস্যার মূলে রয়েছে ত্রুটিপূর্ণ পরিকল্পনা, যা বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী গোষ্ঠীর সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও