পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আরও কমেছে
দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে শেয়ারবাজারে। ফলে শেয়ারবাজারে ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগ কমছে। ২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাসেও একই প্রবণতা দেখা গেছে, বিদেশি বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে বিনিয়োগ তুলে নিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই–অক্টোবর সময়ে তালিকাভুক্ত শেয়ারে নিট বিদেশি বিনিয়োগ ৬৬ মিলিয়ন ডলার কমেছে। অর্থাৎ এই সময়ে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কেনার চেয়ে বিক্রি করেছেন বেশি।
এর আগের বছরের একই চার মাসে বিদেশি বিনিয়োগ বের হয়ে যাওয়ার পরিমাণ ছিল তুলনামূলক অনেক কম, তখন কমেছিল ৯ মিলিয়ন ডলার।
বাজার সংশ্লিষ্টদের মতে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি আর্থিক খাতের উদ্বেগও বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি করেছে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, ব্যাংক খাতের কিছু জায়গায় যে সমস্যা দেখা দিয়েছে, তা অন্য ব্যাংকেও ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিদেশি বিনিয়োগকারীরা উদ্বিগ্ন।