মায়ের মতো বাসায় বসেই ভোটার হতে পারবেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের বাসায় বসেই ছবিসহ ভোটার তালিকায় নাম লিখিয়েছিলেন। নির্বাচনের তফসিলের পরেই তিনি ভোটার হন। এখন চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মায়ের মতো বাসায় বসে ভোটার হতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সূত্র।
তফসিল হয়ে যাওয়ার পর সাধারণ নিয়মে বা মাঠ পর্যায় থেকে ভোটার হওয়ার সুযোগ থাকে না। তখন বিষয়টি চলে যায় পুরোপুরি কমিশনের হাতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হয়েছে গত ১১ ডিসেম্বর। ফলে এখন কীভাবে বা কোন পদ্ধতিতে তারেক রহমান ভোটার হবেন তা নিয়ে চলছে কানাঘুষা। সব ঠিক থাকলে ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। তারেক রহমান যেহেতু ঢাকার বাসিন্দা—সেই হিসেবে ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিসে তার ভোটার সংক্রান্ত সব কাজ সম্পন্ন হওয়ার কথা।
তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জাগো নিউজকে বলেন, তফসিলের পর ভোটার হওয়ার বিষয়টি আমাদের হাতে থাকে না। তখন কমিশনের হাতে চলে যায়। কমিশন অনুমতি দিলে তিনি ভোটার হতে পারবেন।
ইসি থেকে জানা যায়, ২০০৮ সালে ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের বাসায় ভোটার হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। উনিও তফসিল ঘোষণার পর শেষ মুহূর্তে ভোটার হন। চাইলে তারেক রহমানও বাসায় ভোটার হতে পারবেন।