নারীর নিকাব টেনে খুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ, ভারত ছাড়িয়ে ক্ষোভ পাকিস্তানেও
প্রথম আলো
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩
ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে একজন মুসলিম নারীর নিকাব টেনে নামানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দা শুরু হয়েছে। ক্ষোভ দেখা দিয়েছে পাকিস্তানেও।
গত সোমবার পূর্বাঞ্চলীয় রাজ্যটির রাজধানী পাটনায় সরকারি এক অনুষ্ঠানে চিকিৎসক হিসেবে নিয়োগপত্র নিতে এসেছিলেন ওই নারী। হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার এক পর্যায়ে তাঁর নিকাব টেনে খুলে ফেলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, হাতে একটি নথি নিয়ে কয়েকজন কর্মকর্তার পাশে দাঁড়িয়ে নীতীশ কুমার ওই চিকিৎসকের পোশাকের দিকে ইশারা করেন এবং তাঁকে সেটি খুলতে বলেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিকাব