‘এই দামে সবজি খাইতে পারলে ভালোই’
শীতের সবজির সরবরাহ বেড়েছে রাজধানী ঢাকার বাজারগুলোতে। তাতে টমেটো ও করোলা ছাড়া সব ধরনের সবজিতে দাম কিছুটা কমেছে সপ্তাহের ব্যবধানে।
আরো দু’মাসের মত সবজির এমন সরবরাহ থাকার আশা করে গৃহিণী সালমা বেগম কিছুটা স্বস্তি নিয়ে বললেন, ‘‘এই দামে সবজি পাইলেই ভালো। দাম হয়ত আরেকটুক কমবো, না কমলেও টেনশন নাই।’’
মৌসুমের এই সময়ে সর্বনিম্ন ২০ টাকা কেজি দরে নেমেছে সিম, শালগম, এক পিস ফুল কপি। সর্বোচ্চ ৮০ টাকা দরের মধ্যে সব সবজি পাওয়া গেলেও শুক্রবার টমেটো বিক্রি হয় ১০০-১২০ টাকা কেজি দরে। আগের সপ্তাহে এ দর ছিল ৮০-১০০ টাকার মধ্যে।
শীতের এ সবজি মাসের শুরুতে ১২০ টাকা দরে বিক্রি হয়ে পরের সপ্তাহে কমেছিল কিছুটা। প্রতি কেজি ৮০ টাকায় সপ্তাহখানেক বিক্রি হওয়ার পর পুনরায় দাম বেড়ে যায়।
বিচিযুক্ত সিমের বেলাতেও দাম বাড়ার ঘটনা ঘটলেও তা আবার ৮০ টাকায় নেমেছে। কিন্তু টমেটোর দাম এখনও নাগালে আসেনি।
ঢাকার রায়েরবাগ, শনির আখড়া ও যাত্রাবাড়ী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে খুচরা পর্যায়ে এমন দরে বিক্রি হচ্ছে নানা জাতের সবজি।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- দাম কমলো
- শীতের সবজি