১ হাজার কোটির পথে ‘ধুরন্ধর’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৬:০৫
‘ধুরন্ধর’র হাত ধরেই রণবীর সিংয়ের ক্যারিয়ারের দীর্ঘদিনের খারাপ অবস্থা দূর করেছেন-এ কথা বলাই যায়। কোভিড পরবর্তী সময়ে বক্স অফিসে একের পর এক ধাক্কা খাওয়া এই অভিনেতার জন্য আদিত্য ধর পরিচালিত সিনেমাটি যেন আশীর্বাদ হয়ে এসেছে। মুক্তির অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির গণ্ডি পেরিয়ে একাধিক রেকর্ড ভেঙেছে ‘ধুরন্ধর’। এখন লক্ষ্য একটাই-হাজার কোটির ক্লাব।
গত ৫ ডিসেম্বর আইনি জটিলতা ও বিতর্ক সঙ্গী করেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুরন্ধর’। তবে মুক্তির পর থেকে বক্স অফিসে কার্যত সুনামি চলছে। মাত্র ১৩ দিনেই ছবিটি পিছনে ফেলে দিয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’, হৃতিক রোশনের ‘ওয়ার’র মতো সিনেমার আয়। এমনকী এসএস রাজামৌলি নির্মিত ‘বাহুবলী: দ্য বিগিনিং’র রেকর্ডও ভেঙে দিয়েছে এই সিনেমা।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা