সুনেরাহ ও আরশের নাটক ‘এক জীবনে’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫২
ভালোবাসা আর সম্পর্কের টানাপোড়েনের গল্পে নির্মিত হয়েছে নতুন নাটক ‘এক জীবনে’।
নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা মোহন আহমেদ। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল।
প্রযোজনা প্রতিষ্ঠান জাগো ইন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।
নাটকটি নিয়ে নির্মাতা মোহন বলেন, "এই নাটকের গল্প খুব সাধারণ হলেও অনুভূতিটা গভীর। দর্শক যেন নিজেদের জীবনের কিছু অংশ খুঁজে পান সেই চেষ্টা থেকেই ‘এক জীবনে’ নির্মাণ।"
নাটকের চিত্রনাট্যে ভালোবাসা, আবেগ আর সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়ে গেছে। ভালোবাসার প্রাপ্তি-অপ্রাপ্তি, অনুভূতির গভীরতা ও বাস্তবতার চিত্রই ফুটে উঠেছে এতে।