শক্তিশালী সৌরঝড় আঘাত হানতে পারে পৃথিবীতে
সৌরঝড় শব্দের সঙ্গে আমরা অনেকেই পরিচিত। সূর্যের পৃষ্ঠ থেকে নির্গত শক্তিশালী বিকিরণ ও চার্জিত কণার বিস্ফোরণের মাধ্যমে সৌরঝড় সৃষ্টির হয়। শিগগিরই একটি শক্তিশালী সৌরঝড় পৃথিবীতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। শক্তিশালী এই সৌরঝড়ের কারণে পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের নিয়ন্ত্রণব্যবস্থা অকেজো হয়ে যেতে পারে। ফলে কক্ষপথে থাকা হাজার হাজার স্যাটেলাইটের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছেন তাঁরা।
বর্তমানে পৃথিবীর নিম্ন কক্ষপথে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্টারলিংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হাজার হাজার স্যাটেলাইট অবস্থান করছে। বিজ্ঞানীদের তথ্যমতে, সূর্য থেকে যদি কোনো শক্তিশালী করোনাল মাস ইজেকশন বা ভূচুম্বকীয় ঝড় আসে, তবে তা স্যাটেলাইটের এই নিয়ন্ত্রণব্যবস্থাকে অকেজো করে দিতে পারে। স্যাটেলাইটের নিয়ন্ত্রণব্যবস্থা ভেঙে পড়লে বড় ধরনের বিপর্যয় ঘটবে।