You have reached your daily news limit

Please log in to continue


পর্নহাব প্রিমিয়াম গ্রাহকদের তথ্য ফাঁসের হুমকি দিল ‘শাইনিহান্টার্স’

বিশ্বের শীর্ষস্থানীয় অ্যাডাল্ট ওয়েবসাইট পর্নহাব-এর প্রিমিয়াম ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে শাইনিহান্টার্স নামের হ্যাকার দল।

মঙ্গলবার হ্যাকার দলটি বলেছে, পর্নহাবের প্রিমিয়াম গ্রাহকদের তথ্য চুরি করেছে তারা, যা তারা ইন্টারনেটে ফাঁস করে দিতে পারে।

এ তথ্য চুরির পরিসর বা বিস্তারিত বিবরণ নিশ্চিত করতে পারেনি রয়টার্স। তবে হ্যাকাররা কিছু তথ্যের নমুনা সরবরাহ করেছে, যা আংশিকভাবে যাচাই করতে পেরেছে বার্তা সংস্থাটি।

পর্নহাবের অন্তত তিনজন সাবেক গ্রাহক, যাদের মধ্যে দুইজন কানাডার ও একজন যুক্তরাষ্ট্রের বাসিন্দা নিশ্চিত করেছেন হ্যাকারদের কাছে তাদের বেহাত হওয়া এসব তথ্য সঠিক এবং সেগুলো বেশ কয়েক বছর পুরোনো। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য দিয়েছেন তারা।

শাইনিহান্টার্স এক অনলাইন আলাপে রয়টার্সকে বলেছে, “পর্নহাবের তথ্য প্রকাশ বন্ধ করতে ও সেগুলো ডিলিট করে দেওয়ার বিনিময়ে আমরা বিটকয়েনে মুক্তিপণ দাবি করছি।”

তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি পর্নহাব ও এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কানাডার অটোয়াভিত্তিক ‘এথিক্যাল ক্যাপিটাল পার্টনার্স’। এ তথ্য চুরির খবরটি প্রথম প্রকাশ করেছে সাইবার নিরাপত্তা বিষয়ক সংবাদ সাইট ‘ব্লিপিং কম্পিউটার’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন