পুঁজিবাজার ‘কার্যকর না’ থাকায় চাপ বাড়ছে ব্যাংকে: সৈয়দ মাহবুবুর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:১৫
দেশের পুঁজিবাজারে যে অচলাবস্থা চলছে, তার মাশুল ব্যাংক খাতকে গুনতে হচ্ছে বলে মনে করেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান।
তার কথায়, “ব্যাংক এখন তিন মাস, ছয় মাসের জন্য আমানত পায়; এক বছর, তার বেশি সময়ের জন্য আমানত নাই বললেই চলে।
“এই স্বল্প মেয়াদের আমানত দিয়ে দীর্ঘ মেয়াদে ঋণ দিতে হচ্ছে। পুঁজিবাজার কার্যকর না থাকায় ব্যাংকিং খাতের উপর চাপ বাড়ছে।”
বৃহস্পতিবার ঢাকার পল্টনে ‘ব্যাংকিং সেক্টর রিফর্ম: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন সৈয়দ মাহবুবুর।
তিনি বলেন, “বাণিজ্যিক ব্যাংকের যেসব কাজ করার কথা না, সেসব করে গেছে। বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো বিনিয়োগ করা তিন মাস থেকে ছয় মাসের জন্য।
“ক্যাপিটাল মার্কেট অ্যাক্টিভ না থাকার কারণে আমদের দীর্ঘ মেয়াদি বিনিয়োগে যেতে হয়েছে।”