মেসিকে ‘১০ কোটি রুপির ঘড়ি’ দিলেন অনন্ত আম্বানি
কলকাতার বিশৃঙ্খলা আর চোখ ধাঁধানো আয়োজনসহ নানা কারণেই ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির ভারত সফর আলোচনার জন্ম দিয়েছে; তার সঙ্গে যুক্ত হল একটি ঘড়ি, যার দাম প্রায় ৯.৯৪ কোটি রুপি।
ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এ উপহার মেসিকে দিয়েছেন বলে খবর বেরিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, অনন্ত প্রতিষ্ঠিত বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র ভান্তারা পরিদর্শনের সময় শুরুতে মেসিকে ঘড়ি ছাড়াই দেখা গিয়েছিল। তবে পরিদর্শনের মাঝামাঝি সময়ে তার হাতে বিরল রিচার্ড মিল আরএম ০০৩-ভিটু জিএমটি টারবিয়ো (এশিয়া সংস্করণ) দেখা যায়। এই ঘড়িটি একটি সংগ্রাহক সংস্করণ। পুরো বিশ্বে এই সংস্করণের ঘড়ি আছে মাত্র ১২টি।
রিচার্ড মিলের প্রাথমিক ও সবচেয়ে আইকনিক সৃষ্টি হিসেবে বিবেচিত এই ঘড়িটির দাম আনুমানিক ১১ লাখ ডলার বলে ধারণা করা হয়।
ভান্তারা পরিদর্শনের সময় অনন্তর হাতেও একটি বিরল ঘড়ি দেখা গেছে। রিচার্ড মিল আরএম ০৫৬ স্যাফায়ার টারবিয়ো ঘড়িটির দাম প্রায় ৫০ লাখ ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪৫ দশমিক ৫৯ কোটি রুপি।
- ট্যাগ:
- খেলা
- ঘড়ি উপহার
- লিওনেল মেসি