You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপে যত টাকায় দেখা যাবে বাংলাদেশের ম্যাচ, টিকিটমূল্য প্রকাশ

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। যেখানে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। ‘সি’ গ্রুপে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি তাদের প্রতিপক্ষ নেপাল ও ইতালি। আসরের প্রথম দিনই (৭ ফেব্রুয়ারি) ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচ দিয়ে লিটন দাসের দল যাত্রা শুরু করবে। বাংলাদেশের ম্যাচগুলো মাঠে বসে দেখতে কত টাকা লাগবে ইতোমধ্যে তা প্রকাশিত হয়েছে।

গ্রুপপর্বে বাংলাদেশ ৪টি ম্যাচ খেলবে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে তুলনামূলক বেশি আগ্রহ রয়েছে ভক্তদের। গ্রুপপর্বে বাংলাদেশের কোন ম্যাচে টিকিটের মূল্য কত তা জানিয়েছে আইসিসি। বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের দাম নির্ধারিত হয়েছে। কলকাতার ইডেন গার্ডেনে নিজেদের প্রথম তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়ানখেড়েতে।

৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবং ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ রুপি (৪০৫ টাকা)। যার বিনিময়ে আসন বুক করা যাবে ইডেন গার্ডেনের ব্লক সি-১, ডি-১, এফ-১, জি-১, এইচ-১ ও কে-১ এ। এ ছাড়া ডি, জি, এইচ ও জে ব্লকে টিকিটের দাম ৫০০ রুপি (৬৭৫ টাকা)। সি, এফ ও কে ব্লকের টিকিট ১০০০ রুপি (১৩৫১ টাকা) এবং বি ও এল ব্লকের টিকিট ১৫০০ রুপিতে (২০২৭ টাকা) কিনতে হবে। এ ছাড়া প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য ৫০০০ রুপি (৬,৭৫৭ টাকা)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন