দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া শহর এবং এর আশপাশে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ টেলিগ্রামে লিখেছেন, আহত সবাই শহর এবং এর আশপাশের এলাকার বাসিন্দা।
উদ্ধারকারী সংস্থাগুলো জানায়, আবাসিক ফ্ল্যাট, একটি বাড়ি ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।
ঘটনাস্থলে থাকা এএফপি সাংবাদিকরা দেখতে পান, বহুতল আবাসিক ভবনে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন, আর সেখান থেকে কালো ধোঁয়া আকাশে উড়ছে।
ফেদোরভ জানান, জাপোরিঝঝিয়ার দক্ষিণে কুশুহুম এলাকায় একটি বেসামরিক গাড়িতে রুশ ড্রোন হামলায় আরও দুইজন আহত হয়েছেন।