You have reached your daily news limit

Please log in to continue


১০ হাজার কোটি টাকার মালিক! অভিনয় ‘না’ করেই সবচেয়ে ধনী এই অভিনেত্রী

নব্বই দশকের বলিউডের অন্যতম উজ্জ্বল মুখ তিনি। সময় গড়িয়েছে, সিনেমায় তিনি এখন আর নিয়মিত নন। গত দুই বছরে কোনো নতুন ছবিতেও দেখা যায়নি তাঁকে। তবু পর্দার বাইরে নীরবে গড়ে তুলেছেন বিপুল এক সাম্রাজ্য। মোট সম্পদ এখন দাঁড়িয়েছে অবিশ্বাস্য—৭ হাজার ৭৯০ কোটি রুপি (প্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা)। তিনি আর কেউ নন, জুহি চাওলা। তিনিই এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী।

অপমান থেকে শুরু

সবকিছু শুরু হয়েছিল সন্তানদের অপমানের মুহূর্ত দিয়ে। ‘তোমার মা-বাবার দল র‌্যাংঙ্কিয়ে শেষে’, এ কথাই তাতিয়ে দেয় জুহিকে। অভিনেত্রীদের সন্তানদের উদ্দেশ্যে স্কুলের অনেকেই বলত কথাটা। কারণটা, আর কিছুই নয়, কলকাতা নাইট রাইডার্সের পরাজয়।

জুহি চাওলা, তাঁর স্বামী জয় মেহতা শাহরুখ খানের সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার। কিন্তুর আইপিএলের প্রাথমিক বছরগুলোতে কলকাতা নাইট রাইডার্স কেবলই হারত। বেশির ভাগ মৌসুমে জায়গা হতো তলানিতে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন