ছোট সাজ্জাদের ৭ মামলার জামিন স্থগিত
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ২২:৩৮
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ যে সাত মামলায় জামিন পেয়েছিলেন, তা স্থগিত করেছে চেম্বার জজের আদালত।
বুধবার রাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সাজ্জাদ ও তার স্ত্রী যেসব মামলায় জামিন পেয়েছিলেন, সেগুলো স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ এ আদেশ দিয়েছেন।”
এর আগে মোট সাতটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাজ্জাদ; আর চারটি মামলায় জামিন পান তার স্ত্রী তামান্না।
গত সপ্তাহে প্রথম দফায় চারটি মামলার জামিননামা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে বিষয়টি জানাজানি হয়।
এরপর গত সপ্তাহে দ্বিতীয় দফায় আরো তিনটি মামলার জামিননামা কারাগারে এসে পৌঁছায়। তবে তাও জানা যায় বুধবার এসে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জামিন স্থগিত