পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

বিডি নিউজ ২৪ পাবনা প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:২২

পাবনার ঈশ্বরদীতে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।


বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান।


নিহত ৬৫ বছর বয়সী বীরু মোল্লা ওই এলাকার আবুল মোল্লার ছেলে। তিনি লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।


এ ঘটনায় অভিযোগের মুখে থাকা জহুরুল মোল্লা (৫৫) ওই এলাকার ইসলাম মোল্লার ছেলে ও নিহত বীরুর চাচাতো ভাই।


নিহতের ছেলে রাজিব মোল্লার অভিযোগ, জহুরুল মোল্লা তাদের কয়েকটি ইটভাটা দখল করে নিয়েছে। এ নিয়ে আগে একবার মারামারি হয়েছে। বিষয়টি নিয়ে তার বাবা অনুতপ্তও ছিলেন। মঙ্গলবার রাতভর জহুরুল তাদের জমি থেকে মাটি কেটে বিক্রি করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও