You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রামে ভোটার বাড়লেও কমেছে ভোটকেন্দ্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে ভোটারের সংখ্যা আগের নির্বাচনের চেয়ে ১ লাখ বেড়েছে। সে তুলনায় ভোটকেন্দ্র না বেড়ে উল্টো কমেছে।

সব আসন মিলিয়ে ভোটকেন্দ্র কমেছে ৫৮টি। দ্বাদশ সংসদ নির্বাচনে ২ হাজার ২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছিল।

রোববার পর্যন্ত সবশেষ তালিকা অনুযায়ী এবারের সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮৫ হাজার ১২৫, গত নির্বাচনে যা ছিল ৬৫ লাখ ৭৬ হাজার ৯২৫।

এবার মোট ভোটারের ৩৪ লাখ ৮৫ হাজার ৬৫ জন পুরুষ এবং ৩১ লাখ ৯৯ হাজার ৯৯১ জন নারী। এছাড়া হিজড়া ভোটার আছেন ৬৯ জন।

চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতবার ইভিএমে মাধ্যমে ভোট গ্রহণ হয়েছিল। এবার হবে কাগজের ব্যালটে।

“ইভিএম ভোট গ্রহণ করতে হলে বেশি কেন্দ্রের প্রয়োজন হয়। যেহেতু কাগজের ব্যালটে ভোট গ্রহণ করা হবে, তাই কেন্দ্রের সংখ্যা স্বাভাবিকভাবে কমেছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন