You have reached your daily news limit

Please log in to continue


গ্রেপ্তারের সময় মারধরের ফলে হাসপাতালে ইরানের নার্গিস মোহাম্মদী

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে গত সপ্তাহে গ্রেপ্তারের সময় মারধর করার ফলে তাকে দুবার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

পরিবারের সঙ্গে গত রোববার এক ফোনালাপে ৫৩ বছর বয়সী এই মানবাধিকারকর্মী এ কথা জানান।

নার্গিস ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, সাদা পোশাকধারী এজেন্টরা তাকে গ্রেপ্তারের সময় মাথা ও ঘাড়ে লাঠি দিয়ে অনবরত জোরে আঘাত করে। এর পর দুবার তাকে জরুরি বিভাগে নেওয়া হয়।

ইরানি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা বলেছে, গত শুক্রবার মাশহাদ শহরে একটি স্মরণসভায় 'উসকানিমূলক বক্তব্য' দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নোবেল কমিটি ও পুরস্কারজয়ী ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিসহ অনেকে নার্গিস মোহাম্মদীর মুক্তির দাবি জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন