শীতকালে কেন বাড়ে স্ট্রোকের ঝুঁকি

প্রথম আলো প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ২০:০৯

শীতকালে শরীরে কিছু অভ্যন্তরীণ পরিবর্তন দেখা দেয়, যা স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি বাড়িয়ে তোলে। গবেষণায় দেখা গেছে, বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে স্ট্রোকজনিত অসুস্থতা এবং মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের এ সময়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি।


কেন শীতে স্ট্রোকের ঝুঁকি বাড়ে


শীতকালে স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধির প্রধান কারণগুলো—  


রক্তনালি সংকোচন


ঠান্ডা আবহাওয়ায় শরীর স্বাভাবিকভাবেই তাপ ধরে রাখতে চায়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ত্বকের কাছাকাছি রক্তনালিগুলো সংকুচিত হয়ে আসে। রক্তনালি সংকুচিত হলে রক্ত চলাচলের পথে বাধা সৃষ্টি হয়, ফলে রক্তচাপ দ্রুত বেড়ে যায়। উচ্চ রক্তচাপ বা রক্তচাপের বেশি পার্থক্য স্ট্রোকের অন্যতম কারণ।


রক্তের ঘনত্ব বৃদ্ধি


ঠান্ডা তাপমাত্রায় রক্ত স্বাভাবিকের চেয়ে কিছুটা ঘন এবং আঠালো হয়ে যায়। রক্ত ঘন হওয়ার কারণে রক্তনালিতে রক্ত জমাট বাঁধার প্রবণতা বেড়ে যায়। ইসকেমিক স্ট্রোকের (যেখানে রক্তনালিতে জমাট বাঁধে) ক্ষেত্রে এটি একটি বড় ঝুঁকির কারণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও