‘আমি রাজনৈতিক বিশ্লেষক নই, আমি সাধারণ একজন নাগরিক’
যুগান্তর
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:০১
চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশনের পরিচিত অভিনেত্রী, সংগীতশিল্পী, নির্মাতা এবং প্রযোজক মেহের আফরোজ শাওন ও সাংবাদিক আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এই মামলা করেন জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। মামলার অন্য অভিযুক্তরা হলেন মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।
তবে শাওন অভিযোগ অস্বীকার করে বলেছেন, সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে কোনো মামলা হওয়ার মত আচরণ তিনি করেননি। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ার মতো কিছু আমি করিনি।’
তিনি আরও বলেন, সন্ত্রাস বিষয়টি এখন স্পষ্ট, তাই তিনি মনে করেন, সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা হওয়ার মতো কোনো কাজ তিনি করেননি।